
পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সকালে ও দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪টি মোটরসাইকেল ও ২টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে আনিছুর রহমান, রনজু প্রামাণিক, মোসলেম প্রামাণিক, পলক হোসেন, মারুফ হোসেন, ফরিদ বিশ্বাস, আফসার বিশ্বাস, সুমন হোসেন, রফিকুল ইসলাম, জনি হোসেন ও রেজাউল করিম রয়েছেন। আহতদের কয়েকজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের গরুর ব্যবসায়ী জনি হোসেনের সাথে একই গ্রামের আইনুল বিশ্বাসের পিকআপ ট্রাকের শেয়ার ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রথমে আইনুলের লোকজন মথুরাপুর গরুর খামার এলাকায় জনিকে মারধর করে। এরপর জনির সমর্থকরা সংঘবদ্ধ হয়ে আইনুলের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের দোকানসহ ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর