
চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দুই পলাতক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এবং ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ডাবলু।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা হরিপুর ইউনিয়নে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর