
জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফরিদা বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথগঞ্জ নতুন ঘাট এলাকার জহুরুল ইসলামের ১২ বছর বয়সী মেয়ে অর্থসংকটের কারণে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজ করত। গত ১৪ জুন দুপুরে প্রতিবেশী শাহিন (৩৫) প্রলোভন দেখিয়ে তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর ১৭ জুন বিকেলে পারভেজ (৪০) নামের আরেক প্রতিবেশী বিষয়টি জানতে পেরে কিশোরীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। ১৯ জুন লাভলু (৩২) নামের আরেকজন কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ঘটনা জানাজানি হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য লিটন তালুকদারের (৫৫) নেতৃত্বে একটি সালিশ বৈঠক বসে। সেখানে ভুক্তভোগী ও তার পরিবারকে আপস মীমাংসার কথা বলে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে লিটন তালুকদারের অনুসারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ সময় লিটন তালুকদার, সেলিম (২৩) ও কবির মিয়া (২৮) নামের তিনজনকে আটক করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক শাহিন, পারভেজ ও লাভলুসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর