
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আজ মঙ্গলবার ভোরে নারী, শিশু ও পুরুষসহ ২০ জনকে পুশইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন এবং পাবনা জেলার ১ জন রয়েছেন।
পুশইনকৃতদের মধ্যে তিনটি পরিবারের সদস্য রয়েছে। তারা হলেন, কুড়িগ্রাম জেলার দক্ষিণ আজুটারি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৫৫), তার প্রথম স্ত্রী মোছা. জাহেরা বিবি (৩৬), দ্বিতীয় স্ত্রী মোছা. মনোয়ারা বিবি (৩৩), ছেলে মো. মজিদুল ইসলাম (১৮), মো. আশিদুল হক (১৫), মো. আব্দুল্লাহ (৫), মো. ইসমাইল (২), মেয়ে মোছা. আকলিমা খাতুন (১৪), মোছা. জামিলা (১৩), মোছা. সুমাইয়া (১০) এবং মজিদুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনা বিবি (১৮)।
একই জেলার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে মো. নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম (৭৪), ছেলে মো. মমিনুল (৩২), মমিনুলের স্ত্রী মোছা. আমিনা (২৮), ছেলে মো. আল আমিন (৭), মেয়ে মোছা. মনিশা (৫) এবং ছেলে মোঃ মাসুদ (১৬)। এছাড়া পাবনা জেলার ভেড়ামারা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের মেয়ে মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২০)-কেও পুশইন করা হয়েছে।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে পুশইন করার পরপরই তাদের আটক করা হয়েছে। আটকদের ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২৮ মে ছাতকের একই সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১২ জুন ১৭ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর