বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছ উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচবাড়িয়া গ্রাম এবং চালিতাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়। সংঘর্ষে চালিতাবাড়ি গ্রামের দুইজন গুরুতর আহত হন। তারা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল পাঁচবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচবাড়িয়া গ্রামের এখলাছ গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মন্ডল ধরন গ্রামের রহমত আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া (২৮) এবং একই গ্রামের রকি মিয়া (২৭)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর