
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণ এবং সম্প্রতি জারি হওয়া বদলি আদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একইসঙ্গে এনবিআর চেয়ারম্যানের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসের কর্মীরা স্ব-স্ব দপ্তরে এই কর্মসূচি পালন করেন। কাস্টম হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচির আওতার বাইরে ছিল।
কাস্টমস সূত্রে জানা যায়, নতুন করে কোনো বদলি আদেশ জারি করা হলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৭ জুনের মধ্যে বদলি আদেশ বাতিল করা না হলে এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কর্মবিরতি চলবে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউসে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নের কাজ বন্ধ ছিল। কাস্টমস হাউসের গেটে কলম বিরতির ব্যানার ঝুলানো হয় এবং অনলাইন সার্ভার বন্ধ রাখা হয়। এ কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি এবং নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। শুধুমাত্র আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হয়েছে। দুপুর ২টার পর থেকে কাস্টম হাউসের কার্যক্রম স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ১২ মে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর