
মাত্র সাড়ে পাঁচ মাসে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার মুরাদনগরের আট বছরের শিশু সাইদুল। সাধারণত যেখানে কুরআন হিফজ করতে দুই থেকে তিন বছর সময় লাগে, সেখানে অসাধারণ আন্তরিকতা, অধ্যবসায় ও প্রতিভার মাধ্যমে অল্প সময়েই হিফজ সম্পন্ন করেছে সে।
সাইদুলের বাড়ি মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামে। তার বাবার নাম আক্কাস আলী। সে বাইড়া দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সাইদুলের এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন, হাফেজ সহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ সহিদুল ইসলাম জানান, “সাইদুলের অদম্য ইচ্ছাশক্তি ও নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই অসাধ্য সাধন করেছে। মাত্র সাড়ে পাঁচ মাসে সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে। তার এই কৃতিত্বে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত গর্বিত।”
সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, “ছোটবেলা থেকেই কুরআন হিফজের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। নিজেই মাদরাসায় ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর তাকে মাদরাসায় ভর্তি করানো হয় এবং ২০২৫ সালের শুরুতে হিফজ শুরু করে। মাত্র সাড়ে পাঁচ মাসেই সে হাফেজে কুরআন হয়ে ওঠে। আমাদের আনন্দের শেষ নেই।”
সাইদুলের এই কৃতিত্বে আনন্দিত পুরো গ্রামবাসী। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর