
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে শ্রীরামদী এলাকার বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন ইছাম উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ইছাম উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ধারালো অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষে জিম্মি করে ফেলে। এরপর ডাকাত দল প্রতিটি কক্ষে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
বাড়ির মালিক ইছাম উদ্দিন (৭০) জানান, ডাকাত দল তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা লুট করেছে। এছাড়া, অন্যান্য ভাড়াটিয়াদের কাছ থেকেও টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০-২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ সময় তিনি আহত হলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।
বাড়ির ভাড়াটিয়া ও আলুর স্টোর বাজারের বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া জানান, ডাকাত দল তার ঘর থেকে ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এছাড়া, তার দোকানের বিকাশের ক্যাশ ব্যাগ ও নতুন বাড়ির দলিলের কাগজপত্রও নিয়ে গেছে।
আরেক ভাড়াটিয়া জানান, ডাকাতরা তার স্ত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে।
পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর