
কুমিল্লা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পরিচিতি, মতবিনিময় ও দোয়া প্রার্থনার মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন।
২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৫:৩০ মিনিটে নবাববাড়ি চৌমুহনীতে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মোঃ জাফর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি ও কুমিল্লা সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ হুমায়ুন কবির, আবদুস সালাম, মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, মাহবুব রশিদ, আব্দুল কাইয়ুম, মামুনুর রশীদ, আকবর হোসেন, মোঃ লিটন, সামছুল আলম বাদল, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবির নেতা রিয়াদ, সৈয়দ বদিউল আলম, শামীম শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীরা।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গড়াই তাদের অঙ্গীকার। তিনি চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ জনগণের ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত কুমিল্লা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সর্বশেষ খবর