
কিশোরগঞ্জের ভৈরবে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারজিয়া বেগম নামের এক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। মারজিয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মারজিয়ার পরিবার জানায়, পরীক্ষার পূর্বে ফরম পূরণের জন্য অফিসে ২৫০০ টাকা জমা দেওয়া সত্ত্বেও তিনি প্রবেশপত্র পাননি। কলেজ কর্তৃপক্ষ প্রথমে প্রবেশপত্র এনে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে ফরম পূরণে ভুল হওয়ার কারণে প্রবেশপত্র আসেনি বলে জানায়।
ভুক্তভোগী মারজিয়া জানান, তিনি টেস্ট পরীক্ষায় ৪.০৭ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন। প্রবেশপত্র না পাওয়ায় তার একটি বছর নষ্ট হয়ে গেল।
মারজিয়ার বাবা স্বপন মিয়া বলেন, কলেজ কর্তৃপক্ষের ভুল স্বীকারের কারণে প্রথমে আইনগত ব্যবস্থা না নিলেও এখন তিনি বিষয়টি নিয়ে চিন্তিত।
কলেজের অফিস সহকারী মো. শফিক জানান, ফরম পূরণের সময় ভুলবশত ডাবল ক্লিক করার কারণে মারজিয়ার ফরমটি বাতিল হয়ে যায়। অধ্যক্ষ শরীফ আহমেদ জানান, বিষয়টি সমাধানের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম কামাল উদ্দিন হায়দার জানান, এডমিট কার্ড বিতরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে এমন ভুলগুলো ঘটে। তবে মারজিয়ার বিষয়ে অফিস সহকারী তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর