
ফরিদপুর শহরের রেল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক মাদক কার্যক্রম পরিচালনা করছিলেন। সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করা হতো। এছাড়াও, ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হতো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর