
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। পাবনা-২ (সুজানগর-বেড়া'র আংশিক) আসনে মনোনয়নপ্রত্যাশী এই নেতাকে দল পাবনা-৩ আসনে কাজ করার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তুহিন লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।’
বিষয়টি নিয়ে পাবনা-৩ আসনের দলীয় নেতাকর্মী ও কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, চাটমোহর উপজেলাতেই সবচেয়ে বেশি ভোটার। তাই তাদের প্রত্যাশা ছিল, এই আসন থেকে স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে।
চাটমোহর পৌর শহরের চা বিক্রেতা শুক চাঁদ বলেন, ‘বাইরের কোনো প্রার্থীকে পাবনা-৩ আসনে প্রার্থী হিসেবে মানবো না। প্রয়োজনে ভোট দেব না।’
চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে চাটমোহরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। এখন হঠাৎ করে অন্য আসনের একজন নেতাকে এই আসনে প্রার্থী করা কতটুকু সমীচীন সেটি ভেবে দেখা দরকার।’ তিনি আরও বলেন, সময় আছে, তাই তারা তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল করিম তারেক জানান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্র থেকে তুহিনকে পাবনা-৩ আসনে নির্বাচনের কাজ করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা বলেন, দলের সিদ্ধান্ত দেওয়ার মালিক জনাব তারেক রহমান। তিনি যখন সিদ্ধান্ত দেবেন তখন অবশ্যই সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে।
পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আরেক মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেন, দল কাকে মনোনয়ন দেবে সেটা দলের সিদ্ধান্ত।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমার ওরফে মাসুদ খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে কথা বলার জন্য কৃষিবিদ হাসান জাফির তুহিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখেরও বেশি। এরমধ্যে চাটমোহর উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখের বেশি।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর