বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে কোনো উন্নয়নমূলক কার্যক্রম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে ভাঙা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুল্লাবাদ ব্রিজ থেকে নবগ্রাম রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দে দুর্বিষহ যাতায়াতের পাশাপাশি বর্ষাকালে হাঁটু সমান ময়লা পানিতে ডুবে থাকতে হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সড়কটি নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা হলেও এরপর থেকে এটি উপেক্ষিত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ বছরে বেশ কয়েকজন জনপ্রতিনিধি বদলালেও এই সড়কের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এমনকি বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, বর্ষা মৌসুমে এই এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং ডেঙ্গুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
মানববন্ধনে ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ ন ম সাইফুল আহসান আজিম, সাবেক কাউন্সিলর মো. শহিদুল ইসলাম তালুকদার, সৈয়দ আশরাফ আলী, জায়েদ হোসেন, হারুন, মোঃ নুরুজ্জামান, মামুন, মজিবর রহমান, শানু, হানিফসহ এলাকার অসংখ্য স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা বলেন, দ্রুত সড়ক সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, জিয়া সড়কের মূল সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে।
তবে এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতি নয়, তারা দ্রুত দৃশ্যমান উন্নয়ন দেখতে চান। এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থার কারণে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর