
পঞ্চগড়ে সেনাসদস্যদের তত্ত্বাবধানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাধামাধব মন্দির (ইসকন)-এর আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রাটি দুই ঘণ্টাব্যাপী চলে। এতে প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশু অংশ নেন।
আয়োজক কমিটি এবং রথযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তার কারণে তাঁরা শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে পেরেছেন।
পঞ্চগড় সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় সদর সেনাক্যাম্প কমান্ডার মেজর মেহেদি পিয়াস জয়ের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে রথযাত্রা চলাকালে সেনাসদস্যদের টহল ছিল। এছাড়া গুরুত্বপূর্ণ চানপাড়া মন্দির, জালাসি মোড়, চৌরঙ্গী মোড়, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয় এলাকায় সেনা মোতায়েন করা হয়। পাঁচটি পয়েন্টে ৬০ জন সেনাসদস্যের সমন্বয়ে টহল অব্যাহত রাখা হয়।
রাধামাধব মন্দিরের অধ্যক্ষ জানান, প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার মাধ্যমে নয় দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বীর নারী, পুরুষ ও শিশু রথযাত্রায় অংশ নিয়েছেন। তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছর সেনাবাহিনী তাঁদের সার্বিক নিরাপত্তা দিয়েছে। সেনাসদস্যদের সহযোগিতায় তাঁরা সুশৃঙ্খলভাবে প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন। আগামী নয় দিনের উৎসবে তাঁরা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন।
রাধামাধব মন্দির কমিটির সভাপতি অবিনাশ চন্দ্র জানান, এবারের রথযাত্রা পালনে পঞ্চগড় সেনাক্যাম্পের সহযোগিতা পাওয়া গেছে। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের নিরাপত্তা দিয়েছেন।
পঞ্চগড় সদর সেনাক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় জানান, সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে রথযাত্রা। এখানে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর সমাগম ঘটে। পঞ্চগড়ে প্রতিটি ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারের রথযাত্রায় বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পঞ্চগড় সেনাসদর ক্যাম্প গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে বিশেষ নিরাপত্তা দেবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর