
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের পাশে সেলিম মার্কেটের ভেতর থেকে জিহাদ ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ জুন) মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ইসলাম সাহেবাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গুর বাড়ির আব্দুল বারেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, প্রবাস থেকে ফিরে গোপালগঞ্জের এক মেয়েকে বিয়ে করেন জিহাদ। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। কিছুদিন পর জিহাদের স্ত্রী তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জে চলে যান। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা কাটাকাটি ও মনোমালিন্য হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরে শুক্রবার মধ্যরাতে সেলিম মার্কেটের ভেতর ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে মার্কেটের ভেতর জিহাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে খবর দেওয়া হয়। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, জিহাদ ইসলাম তার ইউনিয়নের বাসিন্দা। বিদেশ থেকে এসে বিয়ে করার পর তিনি ডিশ লাইনের সংযোগের কাজ করতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য জানান, জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর