
বগুড়ার শিবগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ২২ জুন বিকেল সাড়ে ৫টার দিকে দেউলী ইউনিয়নের ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বগুড়া-রংপুর মহাসড়ক থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ভরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গাবতলি উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে তামিম (১৯) দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল এবং প্রস্তাবে রাজি না হলে ভয়ভীতি দেখাচ্ছিল। ঘটনার দিন বিকেলে মেয়েটি মোকামতলা বাজারে কসমেটিক কিনতে গেলে পাকুড়তলা এলাকার ভরিয়া উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছানোমাত্র তামিম ও তার সহযোগীরা তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়।
পরিবার প্রথমে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ২৫ জুন শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে ছাত্রীর বাবা আরও জানান, প্রথমে তামিমের বাবা দুলাল হোসেন বিষয়টি অস্বীকার করলেও পরে ছেলের অপহরণের কথা স্বীকার করেছেন এবং আজ সন্ধ্যায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ছেলে-মেয়েকে হাজির করে বিষয়টি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, স্কুলছাত্রী অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর