
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাউন্সিলরদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৫টি পদে নির্বাচনের জন্য ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৯ জুলাই নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলা বিএনপি দুইটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন বর্তমান আহ্বায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু।
উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটির সব সদস্য এবং নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যরা কাউন্সিলর হিসেবে গণ্য হবেন।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী জানান, আগ্রহীরা তাদের মনোনয়নপত্র আগামীকাল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জমা দিতে পারবেন।
সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাদির চৌধুরী এবং নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি।
সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ খসরু চৌধুরী ও ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, মোঃ এনামুল হক, প্রভাষক মুস্তাহিদ উদ্দিন, দেবপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি এড. জালাল আহমদ, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি ও নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুসেফ বখত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী, জাহান আহমদ, মোঃ রাশেদ মিয়া ও অলিউর রহমান অলি প্রার্থী হয়েছেন।
উল্লেখ্য, এর আগে একাধিকবার উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হলেও কোন্দলের কারণে তা স্থগিত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর