ঢাকার হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কার করার সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২ শিশু রয়েছে। তাদের সবাইকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।
রবিবার (২৯ জুন) দুপুরে হাজারীবাগ থানার অন্তর্গত একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পানির ট্যাংকটি পরিষ্কারের সময় ভেতরে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা চারজন দগ্ধ হন।
হাজারীবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ট্যাংকির ভেতরে গ্যাস জমে ছিল, যা কোনো আগুন বা স্পার্কের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়।
দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর