
ফেনী শহরতলীর কালিপাল দশমী ঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন মাইন উদ্দিন (২৫) ও রবিউল ইসলাম শুভ (২০)। মাইন উদ্দিন সদর উপজেলার সিলোনিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে এবং রবিউল ইসলাম শুভ ঝালকাঠি জেলার গোবিন্দ ধবল এলাকার মৃত খোকনের ছেলে।
শনিবার (২৫ মে ২০২৪) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের জেল ও জরিমানা করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এই অভিযান পরিচালনা করে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর