বরিশালের মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে অ্যাসিডে ঝলসানো অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকা ল বেলায় ব্যবসায়ীরা দোকানে যাওয়ার পথে তালুকদারহাট এলাকার একটি সড়কের পাশে ওই নারীকে দেখতে পান। তার শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গিয়েছে বলে জানান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, “মাঝবয়সী এক নারীকে পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে। তার শরীরে অ্যাসিডের পোড়া দাগ রয়েছে। চিকিৎসা প্রক্রিয়া চলছে।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “আহত নারীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ঘটনার কারণ ও কারা এর সঙ্গে জড়িত—তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর