
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার শাখা শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসন পরিকল্পনা প্রকাশ, আবাসিকতা শেষ হওয়া শিক্ষার্থীদের সিট বাতিল করে নবাগতদের জন্য বরাদ্দ দেওয়া, সিট বরাদ্দে স্বচ্ছতা ও রাজনৈতিক পক্ষপাতহীনতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অস্থায়ী হোস্টেলের ব্যবস্থা অথবা শিক্ষার্থীদের জন্য মাসিক ৪ হাজার টাকা হারে আবাসন ভাতা প্রদানের দাবি জানিয়েছে।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, "কিছু মহল 'বড় ভাই' সেজে শিক্ষার্থীদের সিট দেওয়ার আশ্বাস দিচ্ছে, যা একটি সুপরিকল্পিত ফাঁদ। আবাসন সংকট নিরসন না হওয়ায় তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে।" তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসনকে গণরুম সংস্কৃতি ফিরে আসা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উপাচার্য ডিন'স কমিটি ও প্রভোস্ট কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর