ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ক্রিমিনোলজি বিভাগে ‘ক্রিমিনাল ইনভেস্টিগেশন এন্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
উদ্বোধনকালে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলাচ্ছে। আধুনিক অপরাধ শনাক্তে এখন উন্নত প্রযুক্তি ও ফরেনসিক জ্ঞানের প্রয়োজন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন অপরাধ শনাক্তকরণে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিভাগীয় চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ্ সম্মানিত অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর