
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রবিবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের শ্রী সুমন কর্মকার (৩৫) এবং একই গ্রামের মামুন দুলাল (৩৪)।
র্যাব-১২-এর মিডিয়া অফিসার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চড়িয়া এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালানো হয়। অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর