
ভারত যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফকে (৫৩) আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তিনি আটক হন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, সানোয়ারুজ্জামান তার পাসপোর্ট (নম্বর এ০৭২৩৯৪৭৬) ইমিগ্রেশন এন্ট্রির জন্য জমা দিলে সিস্টেমে স্ক্যান করার পর দেখা যায়, তার নাম পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এরপরই তাকে আটক করা হয়।
সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে। তিনি খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, সানোয়ারুজ্জামানের বিরুদ্ধে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৫৩(৩) সহ দণ্ডবিধির ১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৫ ধারায় মামলা রয়েছে (মামলা নম্বর-০৭, তারিখঃ ২০/০৯/২০২৪)। এছাড়া নেত্রকোনা থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৫৩(৩) ধারায় (মামলা নম্বর-০২, তারিখঃ ০১/০৯/২০২৪), খালিয়াজুড়ি থানায় দণ্ডবিধির ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ ধারায় (মামলা নম্বর-৩/৬৭, তারিখঃ ০৫/০৭/২০২২) এবং নেত্রকোনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৫-এর ১৫(৩) ধারায় (মামলা নম্বর-১৪, তারিখঃ ১৬/১০/২০২৪) মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, পাসপোর্ট স্ক্যান করার সময় সানোয়ারুজ্জামান জোসেফের নাম সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হয়। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা থাকার প্রমাণ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা এবং চলমান মামলার বিষয়টি বিবেচনায় তিনি পাসপোর্ট স্টপলিস্টে থাকা অবস্থায় ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটক সানোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর