
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর মাদ্রাসা থেকে গত ২১ জুন নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু মোহাম্মদ রাসেলকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের আট দিন পর শনিবার রাতে জামালপুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ২১ জুন সকালে শিশু রাসেল মাদ্রাসায় যায়। সকাল ১১টার দিকে এক ব্যক্তি খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মাদ্রাসার সিসিটিভি ফুটেজে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ওই দিন সন্ধ্যায় রাসেলের মা মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার পর মনোহরগঞ্জ থানা পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তদন্ত শুরু করে। অবশেষে ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে জামালপুর জেলার দিকপাইত এলাকা থেকে রাসেলকে জীবিত উদ্ধার করা হয় এবং দুই অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, গত ২১ জুন আশিরপাড় আন নূর নুরানি মাদ্রাসা থেকে রাসেল (৭) নামের এক শিশু অপহরণ হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়। উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর