
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, মেধাবী ক্রিকেটাররা উপজেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকায় এবং এরপর জাতীয় দলে খেলবে— এটাই তাঁর স্বপ্ন। এই স্বপ্ন পূরণে স্টকহোল্ডারদের সহযোগিতা চেয়েছেন তিনি এবং দ্রুত সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
আজ রবিবার সকালে বরিশাল স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিশুদের ক্রিকেট লিগসহ বিভিন্ন খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার পর ২৯ দিন হয়েছে। তাই কোনো প্রতিশ্রুতি দিতে চান না। তবে বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী এবং বরিশাল বিভাগকে অ্যাকটিভ ক্রিকেট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
বিগত ১৫ বছর ধরে বরিশালে ক্রিকেট লিগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করে বুলবুল বলেন, লিগ না হওয়ায় দেশের হাজার হাজার ক্রিকেটার নষ্ট হচ্ছে। এই সমস্যার সমাধানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাশরিকুল ইসলাম টোটাম বিসিবির সভাপতির কাছে বরিশালে ক্রিকেট লিগ চালুর আবেদন জানান, যাতে বরিশাল থেকে ভালো খেলোয়াড় তৈরি করে জাতীয় দলে দেওয়া যায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বরিশাল স্টেডিয়ামে বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন। তিনি মনে করেন, এতে বিসিবি লাভবান হবে।
বিসিবির সাবেক পরিচালক আসাদুজ্জামান খসরু স্টেডিয়ামের উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে মাঠ সংস্কার করে ক্রিকেট লিগ চালুর দাবি জানান। তিনি আঞ্চলিক ক্রিকেট লিগ দ্রুত শুরু করার জন্য সভাপতির কাছে আবেদন জানান, যাতে পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট লিগের আয়োজন করা যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর