
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই এশিয়ান)-২০২৫ থেকে প্রায় ৩ মিলিয়ন ডলারের কসমেটিকস পণ্যের রপ্তানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড।
একইসঙ্গে থাইল্যান্ডসহ ২৭টি দেশের ১৭০টি কোম্পানি রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলোর সোল ডিস্ট্রিবিউটরশিপ নিতে আগ্রহ দেখিয়েছে।
রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ)-এর প্রধান রাশেদুল ইসলাম জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় রিমার্কের ব্যবসায়িক ইউনিট ‘হারল্যান নিউইয়র্ক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড)’ যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রদর্শনী করে। প্রদর্শনীতে রিমার্কের স্টল ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। থাইল্যান্ডের সেলিব্রেটিরাও রিমার্কের স্টল ভিজিট করেন এবং পণ্য ব্যবহার করে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
রাশেদুল ইসলাম আরও জানান, কসমোপ্রফ ২০২৫-এ রিমার্কের পণ্য নিয়ে ২৭টি দেশের ১৭০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। এই কোম্পানিগুলো রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ছাড়াও যৌথ উদ্যোগে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি এবং প্রাইভেট লেবেল ম্যানুফ্যাকচারিং-এ আগ্রহ দেখিয়েছে।
তিনি জানান, এবারের কসমোপ্রফে রিমার্কের বেশ কয়েকটি ব্র্যান্ডের প্রায় শতাধিক পণ্য প্রদর্শিত হয়। উদ্ভাবনী পণ্যের তালিকায় এগুলো অন্যতম আকর্ষণ ছিল। থাইল্যান্ডের বাজারে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রপ্তানি হচ্ছে। কসমোপ্রফ থেকে নতুন রপ্তানি আদেশ কসমেটিকস পণ্য উৎপাদনে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মনে করেন।
গত ২৫ থেকে ২৭ জুন ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে ফিনিশড প্রোডাক্ট ক্যাটাগরিতে রিমার্কের ব্র্যান্ডগুলোর প্রদর্শনী হয়। নিওর, হারল্যান, ব্লেইজ ও স্কিন, ডার্মা ইউ, ক্যাভোটিন, ইউএস লিলিসহ রিমার্কের বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড ৩৫ হাজার দর্শনার্থীর মনোযোগ আকর্ষণ করে।
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত। ফলে তাদের উৎপাদিত সকল পণ্য সর্বোচ্চ গুণগত মান ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেডকে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি তারা দেশের শিল্প খাতের সর্বোচ্চ সম্মাননা গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)-এর জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রতি বিদেশিদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, যা একটি বড় ধরনের সাফল্য। এটি প্রমাণ করে যে, বাংলাদেশে উৎপাদিত পণ্য এখন আন্তর্জাতিক মানসম্মত এবং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি। কসমেটিকস খাত ভবিষ্যতে অন্যতম রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের জন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের ওপর জোর দিয়ে রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। রিমার্কের নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর