
কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ মো. রিয়াজ (৪০) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
গত ২৯ জুন রাতে সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুভপুর এলাকায় গোমতী নদীর দক্ষিণ পাড়ের আইলের রাস্তার পাশে একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখা ইয়াবা এবং রিয়াজের মায়ের খাটের নিচ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ২৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং ৬টি দেশীয় তৈরি দা ও চাপাতি রয়েছে।
এই ঘটনায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের আরও একজন পলাতক রয়েছে। রাশেদ ঢাকার মোহাম্মদপুর এলাকার বিহারী ক্যাম্পের সামনের মৃত শামীমের ছেলে।
আটক রিয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক রাশেদকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর