
বগুড়া: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গোলাম রব্বানী (৬০) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টায় শেরপুর উপজেলার বিশ্বা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোলাম রব্বানী ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন কমিটির কার্যকরী সদস্য। তিনি বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
শেরপুর থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। তদন্তকালে গোলাম রব্বানীর নাম আসামির তালিকায় উঠে আসে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন জানান, গ্রেপ্তারকৃত গোলাম রব্বানীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর