
শেরপুরের নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া (৩৫) পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে এই ঘটনা ঘটে। ২৯ জুন থানায় মামলা দায়েরের পর ভুক্তভোগী যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই-তিন মাস আগে ওই যুবতী (২৮) বারমারী বাজারে আসেন। তার পরিচয় কেউ জানে না। তিনি নিজেও নিজের পরিচয় ও ঠিকানা বলতে পারেন না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় তিনি রাত্রিযাপন করতেন। বাজারের ব্যবসায়ীরা তাকে খাবার দিয়ে সহযোগিতা করতেন।
ব্যবসায়ীরা জানান, ২৬ জুন রাত ২টার দিকে বুরুঙ্গা কালাপানি গ্রামের জালাল মিয়া বারমারী বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদার রেজাউলসহ অন্য পাহারাদাররা জালাল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত জালাল মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ তাহেরাতুল আশরাফি জানান, ভুক্তভোগী যুবতী বর্তমানে হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি আছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) আবারও মেডিকেল পরীক্ষার চেষ্টা করা হবে।
সর্বশেষ খবর