
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে মোংলা বন্দরে স্বাভাবিক কার্যক্রম বজায় ছিল। বন্দর, ইপিজেড এবং কাস্টমস হাউসে কোনো ধরনের কার্যক্রম ব্যাহত হয়নি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ সফিউজ্জামান জানান, কর্মবিরতির কারণে কাস্টমসের কোনো রাজস্ব ক্ষতি হয়নি। গত কয়েক দিনে পণ্য খালাস না হওয়ায় বর্তমানে সেগুলো ছাড় করা হচ্ছে, যা থেকে রাজস্ব আদায় হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, আন্দোলনের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েনি।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার জানান, স্বল্প সময়ের জন্য কার্যক্রম বন্ধ থাকলেও ইপিজেডের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি। ঢাকা ও চট্টগ্রামের মতো এখানে ব্যাপক আমদানি-রপ্তানি না হওয়ায় আর্থিক ক্ষতি এড়ানো গেছে। বর্তমানে ইপিজেডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর