
অবৈধভাবে বালু উত্তোলন রোধ এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ীর ফারজানা আক্তার ববি। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হন।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে নালিতাবাড়ী উপজেলায় ইজারাকৃত ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউএনও ফারজানা আক্তার ববি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়েছে। এই কাজের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত করে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদীর উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, ঝিনাইগাতীর নির্বাহী অফিসার আশরাফুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা একটি চ্যালেঞ্জ ছিল। এই উপজেলায় যোগদানের পর থেকে তিনি উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছেন। প্রতিটি কার্যক্রমে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, ইউপি সদস্যসহ সকলের সহযোগিতায় তাঁর দায়িত্ব পালন সহজ হয়েছে। এই স্বীকৃতি তাঁর জন্য আনন্দের ও গর্বের। তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর