
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে এবং এর চালককে আটক করেছে।
সোমবার সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুড়িচং থানার এসআই সাইফুল ইসলাম, এসআই লিটন ও এএসআই শাহপরানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজি তল্লাশি করে ৯৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় সিএনজি চালক ইব্রাহীম রনিকে (২৮) গ্রেপ্তার করা হয়। রনি কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের মহেশপুর গ্রামের কাজী রাশেদের ছেলে।
ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর