
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আজ ১ জুলাই ২০২৪ থেকে ২৪ জুলাই ২০২৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://du.ac.bd) থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর অধীনে ও মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি ফরমের ফিস বাবদ ১০০০/- টাকা জনতা ব্যাংক টিএসসি শাখায় ২৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ফিস পরিশোধের রশিদের মূলকপি, সকল পরীক্ষার পাশের সনদ ও নম্বরপত্রের ফটোকপি, এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। এছাড়াও, গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর