
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে (provisionally) নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
বিপিএসসি সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় সেগুলো খালি রয়েছে।
চূড়ান্ত মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যৌক্তিক কারণে প্রয়োজন হলে কমিশন চূড়ান্ত ফলাফলে সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এছাড়া, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সকল প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এসব প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে সরকারের কাছ থেকে চাহিদাপত্র (requisition) পাওয়ার পর মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুযায়ী সুপারিশের প্রক্রিয়া চালানো হবে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর