
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর আর্থিক সংকটের কারণে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার সহায়তায় এগিয়ে আসে।
ছাত্রদলের সাবেক নেতা মোশাররফ হোসেন, সাবেক সহ-সভাপতি কায়ুম তালুকদার এবং মেহেদী হাসান বাপ্পি সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীর ভর্তির খরচ বহনের সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, তারা ভবিষ্যতে ওই শিক্ষার্থীর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
সোমবার (৩০ জুন) মোশাররফ হোসেন জানান, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য আশার আলো। শিক্ষা সবার অধিকার, তাই কোনো শিক্ষার্থী যেন ভর্তি বা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবির পাশে তারা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই শিক্ষার্থীর দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্য যেকোনো শিক্ষার্থীর প্রয়োজনেও তারা এগিয়ে আসবেন বলে জানান। এই মহতী উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি কাউয়ুম তালুকদারের দিকনির্দেশনা ও প্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর