
শারীরিক প্রতিবন্ধকতাও যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ফাবিহা খানম নামের এক এইচএসসি পরীক্ষার্থী। মাত্র আট দিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু তাতেও দমেননি ফাবিহা। প্রবল ইচ্ছাশক্তি আর পরিবারের সহযোগিতায় অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়।
ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে। ফাবিহা চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রী এবং উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা মাকসুদ খানের মেয়ে। দেড় বছর আগে জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।
ফাবিহার মা খাজিদা বেগম জানান, তাঁর মেয়ে সন্তানসম্ভবা থাকা অবস্থাতেই এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেন এবং গর্ভকালে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছেন। পরীক্ষা শুরুর মাত্র দুদিন আগে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শারীরিক দুর্বলতা সত্ত্বেও ফাবিহার পরীক্ষা দেওয়ার অদম্য ইচ্ছাশক্তি দেখে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে সাহস জোগান। তাই নবজাতককে সঙ্গে নিয়েই ফাবিহা পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার হলে ফাবিহার সঙ্গে এসেছেন তাঁর মা খাজিদা বেগম, যিনি পরীক্ষার সময় নাতনিকে কোলে নিয়ে অপেক্ষা করছেন।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ উল্লাহ জানান, পরীক্ষার প্রথম দিনে এক নারীকে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তাদের জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। তিনি আরও বলেন, অল্প বয়সে মা হওয়া সত্ত্বেও ফাবিহার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে তিনি অভিভূত। এই ঘটনা অন্যান্যদের কাছেও অনুপ্রেরণা জোগাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর