যৌতুকের টাকা না পেয়ে নবজাতক সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে মনজুর আলম সরদার (৪৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মনজুর উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের হাতেম আলী সরদারের ছেলে। এ ঘটনায় প্রতিবাদ করায় স্ত্রী রোজিনা বেগমকে (৩০) নির্যাতনের পর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। গুরুতর আহত রোজিনাকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোজিনা বেগম জানান, বিয়ের পর থেকেই মনজুর তাকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতেন এবং কয়েক দফায় মোটা অঙ্কের টাকা নিয়েছেন। সম্প্রতি তিনি বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন।
তিন মাস আগে তাদের একটি ছেলে সন্তান হয়। রোজিনার অভিযোগ, তার স্বামী তাকে জানান যে, সন্তানটি মেয়ে এবং অসুস্থ হয়ে মারা গেছে। এমনকি, মনজুর নবজাতককে আড়াই লাখ টাকার বিনিময়ে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছেন বলেও তিনি জানতে পারেন। গত ৩০ জুন প্রতিবাদ করলে মনজুর তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
তবে মনজুর আলম সরদার স্ত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি মারধর করিনি, বরং সে আমাকে মেরেছে।" নবজাতক বিক্রির বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর