জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রাখার অভিযোগে কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআরের কর্মকর্তা মো. জাকির হোসেন গত ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ এর আগে ১৮ জুন এনবিআরের এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের চলমান আন্দোলনের কারণে সম্প্রতি সারাদেশে কাস্টমস কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এনবিআর কাস্টমস ও ভ্যাট সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলে ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে পুনরায় কাজ শুরু হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর