
কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে আজ সকালে মোংলায় শিক্ষার্থীদের জন্য বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে কোস্টগার্ড এই কর্মসূচির আয়োজন করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষা, উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বদা কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগে কোস্টগার্ড উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করে থাকে।
কর্মশালায় মোংলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণরা অংশ নেয়। দুর্যোগকালীন উদ্ধার অভিযান বিষয়ক এই কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা এবং অগ্নি নির্বাপণের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ড এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে জরুরি প্রয়োজনে ১৬১১১ নম্বরে কল করে কোস্টগার্ডের জরুরি সেবা পাওয়া যাবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর