
মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার, নিয়মিত দেরিতে অফিসে আসা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা তার অপসারণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে জানা যায়, বুধবার (২ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে মটমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অন্তত ১৫ জন সেবাগ্রহীতা সচিবের জন্য অপেক্ষা করছিলেন। সচিব আব্দুর রহমান বেলা ১১টা ৪০ মিনিটে মোটরসাইকেলে পরিষদে পৌঁছান।
সেবাগ্রহীতারা জানান, সচিব প্রতিদিন দেরিতে ইউনিয়ন পরিষদে আসেন। ফলে তাদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। কোনো বিষয়ে জানতে চাইলে তিনি খারাপ ব্যবহার করেন এবং সরকারি নিয়ম-কানুন না মেনে নিজের খেয়ালখুশিমতো চলেন।
বাওট গ্রামের শুভ আহমেদ বলেন, "আমি দুই ঘণ্টা আগে এসেছি, কিন্তু সচিবের দেখা পাইনি। এর আগেও একবার এসে একই অভিজ্ঞতা হয়েছে। তিনি কোনো নিয়ম মানেন না এবং সবার সাথে দুর্ব্যবহার করেন।"
একই গ্রামের আজিজুল হক জানান, সকাল দশটায় এসে তিনি সচিবের স্বাক্ষরের জন্য দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন।
নওদা মটমুড়া গ্রামের হাসান আলী বলেন, "আমি একজন ব্যবসায়ী। তিন দিন ধরে সচিবের জন্য ঘুরছি। তিনি ঠিকমতো অফিসে আসেন না। আমরা এমন লোককে চাই না।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সচিব আব্দুর রহমান প্রথমে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সেবাগ্রহীতাদের তোপের মুখে তিনি অনুতপ্ত হন এবং জানান, দাপ্তরিক কাজে প্রায়ই তাকে উপজেলা ইউএনও অফিসে যেতে হয়, যার কারণে পরিষদে আসতে দেরি হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তিতে না পড়েন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর