
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আজ বুধবার থেকে শুরু হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের কুশল বিনিময় করেন।
অন্যদিকে, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিজ্ঞান অনুষদের এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়াও, শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবগুলোর সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর