
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীদের জন্য জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলগুলোতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে।
বুধবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে হলগুলোর প্রতিনিধিদের হাতে এই ফার্স্ট এইড বক্সগুলো তুলে দেন ঢাবি শাখা সভাপতি এস এম ফরহাদ।
এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও মৌলিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবির তাদের ছাত্রকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর