
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ২২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সম্প্রতি এই কমিটির অনুমোদন দেন। বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
উপাচার্যের সভাকক্ষে গত মঙ্গলবার উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বৈঠকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ দেন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং প্রাক্তন ডিন ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর