
টানা বৃষ্টি ও উজানের ঢলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা, ঝিনাই ও সুবর্ণখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামে নদীভাঙন শুরু হয়েছে। এতে তিন গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) নদীভাঙনের কবলে পড়ে বদিউজ্জামান বদি, শওকত, শফিকুল, রেজাউল করিম, মজিদ, সাগর মিয়া সহ আটটি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে, অনেক পরিবার এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।
এ পরিস্থিতিতে জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছেন। পিংনা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজুর সভাপতিত্বে এক সমাবেশে বক্তারা ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা এবং নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, সরিষাবাড়ীতে নদীভাঙন একটি নিয়মিত ঘটনা। প্রতি বছর বর্ষাকালে যমুনা নদীর পানি বাড়লে এই অঞ্চলের মানুষ ঘরবাড়ি হারানোর আতঙ্কে থাকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর