পাঁচ বছর আগে বিয়ে করেন সেলিম মিয়া। তবে অচিরেই সুখের সংসারে শুরু হয় ঝামেলার। দাম্পত্য জীবনের সমস্যা মেটাতে সেলিমের চেষ্টা ব্যর্থ হয়েছে বহুবার। পরিবারের মুরব্বি থেকে শুরু করে এলাকার গণ্যমান্যদের নিয়ে সালিশি বৈঠক হয়েছে বার বার।
তবে সেলিম তার সংসার টিকিয়ে রাখতে পারেননি। সর্বশেষ বৈঠকে স্ত্রীর পক্ষ থেকে সিদ্ধান্ত এলো তালাকের। স্ত্রীর এ বার্তায় আগের সব কষ্ট ভুলে মুক্তির আনন্দে পাঁচ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন সেলিম।
গত ২৯ জুন ঘটনাটি ঘটে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ডিপটিউবল পাড় এলাকায়। দুধ দিয়ে গোসল করা সেলিম ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
সেই গোসলের একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকের নিজের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেন সেলিম। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ জুন দুই লাখ টাকা কাবিনে একই উপজেলার আলোকদিয়ার ইউনিয়নের শঠিবাড়ী বেঙ্গাইকুড়ি গ্রামের ফরহাদ আলীর মেয়ে রেশমী জান্নাত রিয়াকে বিয়ে করেন সেলিম। বিয়ের চার মাস পর থেকে ছোটখাটো বিষয়ে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হতে থাকে। এরই মধ্যে ঘরকে আলোকিত করে এ দম্পতির ঘরে জন্ম নেয় এক ছেলে সন্তান। এতেও দাম্পত্য কলহ শেষ হয়নি।
সংসার টিকিয়ে রাখতে এবং সুখ শান্তির জন্য মা-বাবাকে ছেড়ে স্ত্রী রিয়াকে নিয়ে সেলিম আলাদা বাড়িতে থাকা শুরু করেন। তবুও সামান্য বিষয় নিয়ে দাম্পত্য কলহ কমেনি। সম্প্রতি তিন বছরের ছেলে সন্তান আয়াতকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় তার স্ত্রী।
এ বিষয়ে রিয়ার চাচা সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘ছোটখাটো ঘটনায় সেলিম স্ত্রীর ওপর হাত তুলতেন। একবার সেলিম তার শ্বশুরকেও মারতে উদ্যত হন। এসব নিয়ে মামলাও হয়েছে। এ সংসার টেকানোর চেষ্টায় অন্তত ২০টি বৈঠক হয়েছে।’
সবশেষে গত ২৯ জুন সকালে জলছত্র কাঁচামাল বাজারজাত ও সংরক্ষণ সমবায় সমিতির অফিস কক্ষে সালিশি বৈঠক বসে। এবারও কোনো প্রকার মীমাংসা যখন হচ্ছিল না, তখন রিয়া তালাকের কথা বলেন। স্ত্রীর নিজের ইচ্ছায় চলে যাওয়ার এ সিদ্ধান্তে দুঃখ পেলেও কষ্ট দূরের বার্তায় সেলিম উচ্ছ্বাসিত হন। সেই উচ্ছ্বাস থেকে বাড়ি ফিরে দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
দুধে গোসলের অনুভূতি প্রকাশ করে সেলিম বলেন, ‘৫ বছর ভুল মানুষের সঙ্গে সংসার করেছি। মুক্তির আনন্দে দুধ দিয়ে গোছল করে পাপমুক্ত হলাম। কোনো পুরুষ মানুষের কপালে যেন আমার স্ত্রীর মতো স্ত্রী না জোটে।’
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর