
পঞ্চগড়ে এক আইনজীবী পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাগুরমারী চরাস্তা বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার সাতমড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে মনসুর আলী ও তার লোকজন গত ১ আগস্ট ঝালিংগী গজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইনজীবী সনট হাসানের উপস্থিতিতে তার পরিবারের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইনজীবী সনট হাসান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
বক্তারা আরও বলেন, এলাকাবাসী জানেন মনসুর আলী ৭-৮ বছর আগে পাথর শ্রমিক ছিলেন। গত আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে তিনি প্রচুর টাকা উপার্জন করেছেন। বর্তমানে তিনি অবৈধ টাকায় বাড়ি-গাড়ি করেছেন। বক্তারা মনসুর আলীকে গ্রেপ্তার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে আইনজীবী সনট হাসান, আসাদুজ্জামান আসাদ, আনিছুজ্জামান আনিছ, আল আমিন ও শাহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ ব্যাপারে মনসুর আলী জানান, তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলের সাথে সামান্য ঝগড়া থেকে এই বিবাদের সৃষ্টি। সামান্য ঘটনাকে বড় করে তারা মামলা দায়ের করেছেন। এটি একটি মিথ্যা মামলা। মিথ্যা মামলা দিয়ে তাকে এবং তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তিনি কোনো ভূমিদস্যু নন। যারা মানববন্ধন করছেন, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। ঘটনা ঘটেছে সদর উপজেলায়, আর মানববন্ধন করা হয়েছে তেঁতুলিয়া উপজেলায়। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং রাজনৈতিক নেতারা তাকে চেনেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর