
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সাদবীর ইয়াছির আহসান এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তের স্বার্থে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়ার নিজ বাসভবন থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, বিস্ফোরক উপাদানাবলী আইনে করা মামলায় (যার নং ১৯০৮) ২০২৪ সালের ৩ ডিসেম্বর মামলাটি দায়ের করেন মো. সাদিকুল ইসলাম রাব্বি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর