বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঝুমুর (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান আজ দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মশা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন। তিনি সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং মশার কামড় থেকে সুরক্ষায় থাকার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার কথা বলেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর