
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা ৫০ একর বনভূমি পুনরুদ্ধার করে সেখানে সুফল বনায়ন শুরু করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার রসুলপুর রেঞ্জের সন্তোষপুর বিটের আওতাধীন রাঙামাটিয়া ফরেস্ট ক্যাম্প এলাকার রাঙামাটিয়া মৌজায় পুনরুদ্ধারকৃত বনভূমিতে টেকসই বনায়নের লক্ষ্যে মিশ্র প্রজাতির দেশীয় গাছ রোপণ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে জবরদখল হওয়া ৫০ একর জমির মধ্যে ২৫ একর জমিতে ইতিমধ্যে দেশীয় প্রজাতির গর্জন, হরতকি, বহেরা, আমলকি, চাপালিশ ও অর্জুনসহ বিভিন্ন ধরনের ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পুনরুদ্ধারকৃত বনভূমিতে ২ মিটার দূরত্ব রেখে এ বছর প্রায় ৫০ হাজার চারা রোপণ করা হবে। এই গাছগুলি শুধু পরিবেশ রক্ষা করবে না, সেই সাথে কাঠ, ফল ও ঔষধি গাছের মাধ্যমে স্থানীয় উপকারভোগীরা আর্থিকভাবেও লাভবান হবেন।
বন বিভাগ আরও জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বিধ্বংসী বিদেশি জাতের গাছ, যেমন আকাশমনি ও ইউক্যালিপ্টাস রোপণ পরিহার করে দেশীয় গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুফল বনায়ন দেশীয় উদ্ভিদের বৈচিত্র্য বৃদ্ধিতে সহায়তা করবে।
বৃক্ষরোপণকালে স্থানীয় বিএনপি নেতা সংগ্রাম, নুরুল ইসলাম মেম্বার, খোরশেদ, আসাদ ও বাবুল মেম্বার জানান, বন বিভাগের এই কার্যক্রমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। আগামী দিনেও সামাজিক বনায়নের এই ধারা অব্যাহত থাকলে বন তার স্বরূপে ফিরবে।
সন্তোষপুর বিট অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানান, সামাজিক বনায়নের আওতায় স্থানীয়দের সম্পৃক্ত করে চারা রোপণ করা হচ্ছে। এতে হতদরিদ্রদের প্লট বরাদ্দ দেওয়া হবে এবং এর মাধ্যমে তারা লাভবান হবেন।
রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মকরুল ইসলাম আকন্দ বলেন, সকলের সহযোগিতা পেলে বনায়নের সুফল আরও বিস্তৃত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রমের মাধ্যমে বন তার পূর্বের অবস্থানে ফিরে যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর